কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর বাস্তবায়নে এবং সেভ দ্য চিলড্রেন ও বাংলা হেল্প এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশ সেইফ হোম প্রজেক্ট ও বাংলা-হেল্প রিকোপ প্রজেক্টের আওতায় কেকেএস সেফ হোমের শিশু ও তাদের মায়েদের নিয়ে শিশুদের ভবিষ্যত পরিকল্পনা করার লক্ষে এক পুনর্মিলনী সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিশুদের বেড়ে ওঠা, শিশুর মেধা বিকাশ, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এবং শিশু সুরক্ষা প্রক্রিয়া বিষয়ক আলোচনা করা হয়। সভার সভাপতিত্ব করেন শাহাদৎ হোসেন, প্রকল্প সমন্বয়কারী, বাংলাদেশ সেইফ হোম প্রজেক্ট, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. সাইফুল ইসলাম খান সেলিম, ম্যানেজার, এ্যডুকেশন, সেভ দ্য চিলড্রেন। তিনি বলেন, শিশুদের সত্যিকারের মানুষ হওয়ার জন্য প্রয়োজনীয় সুযোগ রয়েছে। এক্ষেত্রে শিশুদের উপযুক্ত শিক্ষা, মায়েদের সহযোগিতা ও হোমের স্টাফদের মাতৃসুলভ আচরণ খুবই প্রয়োজন। এছাড়া শিশুদের সুরক্ষার কথা চিন্তা করে ছুটি নিয়ে যৌনপল্লীতে না যাওয়া প্রসঙ্গে বক্তব্য রাখেন- সেফ হোমের শিশু। কেননা যৌনপল্লীর মধ্যে শিশুদের শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হওয়ার সম্ভবনা আছে। সভায় আরো উপস্থিত ছিলেন ফিরোজা খাতুন টেকনিক্যাল স্পেশালিষ্ট, এ্যডুকেশন, ওহিয়ার রহমান, টেকনিক্যাল স্পেশালিষ্ট, এ্যাডুকেশন, জাফর হোসেন, সিনিয়র প্রকল্প কর্মকর্তা, এ্যডুকেশন, সেভ দ্য চিলড্রেন, প্রকল্প সমন্বয়কারী রুমা খাতুন-প্রদীপ প্রকল্প, মো. মঞ্জরুল আলম, সহকারী ম্যানেজার, রিকোপ প্রকল্প, কেকেএস সেফ হোমের কর্মকর্তাবৃন্দ।