গাঁজা সেবনের ঘটনায় রাজবাড়ী সরকারি কলেজের বিদ্যাসাগর হল হল থেকে ৭ ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। কলেজের একাডেমিক কাউন্সিল সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন রাজবাড়ী সরকারি কলেজের বিদ্যাসাগর হল ছাত্রলীগের সভাপতি পংকজ দাস, সাধারণ সম্পাদক অমিত বিশ্বাস, সহ-সভাপতি দিব্য রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সজল পাল, সাংগঠনিক সম্পাদক অমিত ঘোষ এবং ছাত্রলীগকর্মী হৃদয় বিশ্বাস ও সাহস বিশ্বাস।
জানা যায়, রাজবাড়ী সরকারি কলেজের বিদ্যাসাগর হলের একটি কক্ষে গাঁজা সেবনের ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বিদ্যাসাগর হল শাখা ছাত্রলীগের সভাপতি পংকজের সঙ্গে দুই সহযোগী আছেন। পংকজ কলকে দিয়ে টানছেন। পাশে দুইজন তাকে সহযোগিতা করছেন। আরেকজন সিগারেট টানছেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, দিব্য ও সাহস গাঁজা সেবন করছেন।
রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ হোসনে আরা খাতুন বলেন, বিষয়টি তদন্ত করে দেখার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর কলেজের একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করা হয়। সোমবার অনুষ্ঠিত সভায় এ বিষয়ে আলোচনা শেষে হল থেকে সাত শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ছয়জনকে আগে থেকেই হলের বাইরে থাকতে বলা হয়েছিল। তদন্তে আরেকজনের সংশ্লিষ্টতা পাওয়ায় সাতজনকে বহিষ্কার করা হয়েছে।