রাজবাড়ীর গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের নেতাসহ দুই যুবককে ২৫৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। এ সময় তাদের কাছ থেকে ফেনসিডিল বিক্রির নগদ ৬৪ হাজার ৭’শ টাকা এবং ফেনসিডিল পরিবহনের কাজে ব্যবহত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জুরান মোল্লার পাড়ার ওসমান শেখের ছেলে শাহিন শেখ (৩৫)। সে গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের নির্বাচিত প্রচার সম্পাদক। গ্রেফতারকৃত অপর যুবক হলো ফরিদপুরের মধুখালী উপজেলার নওয়া পাড়ার মৃত ফাকু বিশ্বাসের ছেলে মো. জসিম বিশ্বাস (৩২)।
মঙ্গলবার (০৪ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিপিসি-২ ফরিদপুর শাখার কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কে এম শাইখ আকতার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মধুখালী উপজেলার মরিচ বাজারের এলপিজি (গ্যাস) পাম্প এলাকায় মাদকের ফেনসিডিলের একটি চালান নিয়ে আসছে মাদক ব্যাবসায়ীরা সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ২৫৬ বোতল ফেনসিডিল, ফেনসিডিল বিক্রির ৬৪ হাজার ৭শ টাকা ও ফেনসিডিল বহনকারী একটি প্রাইভেটকার দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মধুখালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া বলেন, শাহিন শেখ বাজার ব্যবসায়ী পরিষদের নির্বাচিত প্রচার সম্পাদক। ফেসবুকের মাধ্যমে র্যাবের হাতে তার ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়ার বিষয়টি জেনেছি। ব্যবসায়ী পরিষদের সকল সদস্যদের সাথে আলোচনা করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।