রাজবাড়ী জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বিনোদপুর বেসরকারি পৌর প্রাথমিক বিদ্যালয়ে বিএইচ রিকপ প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। প্রকল্পটির অর্থায়নে বাংলা হেল্প ও বিসিএসএস। বাস্তবায়নে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেদায়েত আলী সোহরাব, সহ-সভাপতি জেলা আওয়ামী লীগ, ইকবাল হোসেন, প্রধান শিক্ষক, ইয়াছিন সরকারি উচ্চ বিদ্যালয়, ফকীর জাহিদুল ইসলাম, সহকারী নির্বাহী পরিচালক, কেকেএস, আশিষ মন্ডল, ম্যানেজার, বিসিএসএস, নিলিমা মন্ডল, কো-অর্ডিনেটর, বিসিএসএস , চায়না সাহা, প্রধান শিক্ষক, বিনোদপুর বেসরকারি পৌর প্রাথমিক বিদ্যালয়, বাসুদেব মন্ডল, স্কুল ম্যানেজিং কমিটি সদস্য, আব্দুল রাজ্জাক রাজা স্কুল ম্যানেজিং কমিটি সদস্য, মিলন মিয়া, সহকারী হিসাবরক্ষক, কেকেএস, পথিক পাল, প্রকল্প কর্মকর্তা, কেকেএসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে বিসিএসএস ও কেকেএসকে ধন্যবাদ দেন এই মহতী কাজের জন্য।
রাজবাড়ী পৌরসভা শিক্ষকদের বেতনসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করে আসছে। স্কুলটির উন্নয়ন কার্যক্রম আরো সমৃদ্ধ করতে এগিয়ে আসে বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। স্কুলটির শিক্ষক এবং অভিভাবকদের অনুরোধে তিনি পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি বিদেশী দাতা সংস্থা বাংলা হেল্প ও বিসিএসএসকে এই স্কুলটি পরিদর্শন এবং সহযোগিতা করার অনুরোধ করেন। সংস্থাটি স্কুলটি পরিদর্শন করেন এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বর্তমানে দাতা সংস্থার দুজন কর্মকর্তা সার্বক্ষণিক স্কুল উন্নয়নে কাজ করে যাচ্ছেন। স্কুল সংস্কার, শিশুদের পড়ালেখার মান উন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, অভিভাবক সমাবেশ এবং শিক্ষার্থীদের স্কুলে ভর্তি হওয়ার জন্য আগ্রহী করে তোলার বিষয়ে কাজ করে যাচ্ছে নিরলসভাবে।
মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, আমি বিশ্বাস করি এই বিদ্যালয়ে এক সময় সমাজের সাধারন পরিবারের শিশু এবং সুবিধাবঞ্চিত শিশুরা একসাথে পড়াশোনা করবে। স্কুলটি হবে এ এলাকার অন্যতম একটি বিদ্যাপিঠ। এই শিশুরাই লেখাপড়া করে বড় হয়ে সমাজে অবদান রাখবে। এজন্য তিনি আমন্ত্রিত অতিথি এবং সকলের সহযোগিতা কামনা করেন।