‘রূপন্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বিশ্ব অটিজম দিবস পালন করা হয়েছে। সকালে রাজবাড়ী জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা সহায়তা কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। সভাপতিত্ব করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্না রানী সাহ॥
বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, সবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস প্রমূখ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা প্রমুখ।
বক্তারা বলেন, অটিজম শিশুদের ঘৃনা নয় ভালোবেসে সচেতনতার মাধ্যমে গড়ে তুলতে হবে। এ ধরনের শিশুরা নতুন নতুন উদ্ভাবনেও ভুমিকা রাখতে পারবে যে কারণে গত ২০০৭ সাল থেকে এ দিবসটি পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অটিজম শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
আলোচনাসভা শেষে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ৩০ জন অটিজম শিশুর হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।