রাজবাড়ীর কালুখালী উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ছয় ছাত্রী মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়ে। সোমবার রাতে তারা আয়রন ট্যাবলেট খেয়েছিল। যদিও স্কুল ও শিক্ষা কর্তৃপক্ষ বলছে, আয়রন ট্যাবলেট খাওয়ার কারণে তারা অসুস্থ হয়নি। অসুস্থ ছয়জনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলো জান্নাতুল, কেয়া ও রানী। তারা তিনজনেই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বিদ্যালয় সূত্র জানায়, সকালে স্কুলচলাকালীন একে একে ছয় ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে তিনজনকে স্কুল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাকী তিনজনকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করে বাড়ি পাঠানো হয়। গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ জানান, আয়রন ট্যাবলেট সোমবার সবাইকেই দেওয়া হয়েছে। তারা সবাই বাড়ি নিয়ে গিয়েছিল। আয়রন ট্যাবলেট খাওয়ার কারণে কেউ অসুস্থ হয়নি। যারা অসুস্থ হয়েছে তাদের কেউ বিরিয়ানি খেয়ে এসেছিল আবার কেউ না খেয়ে এসেছিল। একারণে অসুস্থ হয়ে থাকতে পারে। যারা অসুস্থ হয়ে পড়েছিল তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। কালুখালী মাধ্যমিক শিক্ষা অফিসার নাসিম আকতার জানান, করোনাকালীন দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় পুষ্টির ঘাটতি মেটাতে শিক্ষার্থীদের আয়রন ট্যাবলেট খাওয়ানো হচ্ছে। এই ট্যাবলেট খাওয়ার কারণে কেউ অসুস্থ হয়নি। অন্য কোনো কারণে হতে পারে। কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারজানা ইসলাম জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়রন ট্যাবলেট খাওয়ানোর ব্যাপারে তাকে কেউ কিছু বলেনি। তবে শুনেছেন সিভিল সার্জন অফিস থেকে শিক্ষা অফিসের মাধ্যমে এ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।