আপনারা একা বা অসহায় নন। আপনারা এই জেলারই মানুষ। আপনাদের বিপদে আপদে আমরা সবসময়ই আপনাদের পাশে রয়েছি। রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান গোয়ালন্দের দৌলতদিয়া পূর্ব পাড়ার (যৌনপল্লী) বাসিন্দাদের উদ্দেশ্যে কথাগুলো বলেন।
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বেলা ১২টায় স্থানীয় মুক্তি মহিলা সমিতির হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ৩২৫ জন শীতার্ত মহিলার মাঝে কম্বল বিতরণ করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, গোয়ালন্দ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, এসিল্যান্ড মো আশরাফুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, এনজিও আশার রাজবাড়ীর সিনিয়র জেলা ব্যাবস্থাপক (ডিএম) মো. শমসের আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, অসহায় নারী ঐক্য কল্যাণ সংগঠন সভানেত্রী ঝুমুর বেগম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু।
কম্বলগুলো জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে দান করে এনজিও আশা’র রাজবাড়ী কর্তৃপক্ষ।