কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর উদ্যোগে দৌলতদিয়া পল্লীর যৌনকর্মীদের বিকল্প কর্মসংস্থানের লক্ষে ৬মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ প্রদান শেষে সেলাই মেশিন ও উপকরণ বিতরণ করা হয়েছে।
দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন সুইজারল্যান্ডের সহযোগিতায় এসডিসি প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এই কর্মসূচিতে প্রশিক্ষণ শেষে ৪৫ জন প্রশিক্ষনার্থীর মাঝে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন ও সেলাই উপকরণ বিতরণ করা হয়।
বুধবার কেকেএস প্রবীণ সমাজিক কেন্দ্রে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস এর নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা জেসমিন আরা , প্রজেক্ট কো-অর্ডিনেটর শিক্ষা-রুমা খাতুন, ফাইন্যান্স ও এইচ আর অফিসার অনিন্দ কুন্ডু, প্রজেক্ট কো- অর্ডিনেটর (কেকেএস) শাহাদাৎ হোসেন প্রমুখ ।