দহন
সেঁজুতি রহমান
জলের শিশির জলকে শোনায়
শীতের আগমনী বার্তা
শীতার্ত ঢেউগুলো উষ্ণতার খোঁজে হয় উন্মুখ
আলিঙ্গনে রোদ্দুর।
ধূসর নীলিমায় ব্যাথিত শব্দেরা মেঘ হয়,
ভেসে যায় নির্বাণ লাভের আশায়!
বিরহী হিমে জীর্ণ জীবন
পুড়তে চায়
একটা দেশলাই কাঠির মতোই
মোমের আগুন জ্বালাতে নিজেকে যে পুড়িয়ে মারে
আবার অগ্নিশিখার নীচে মোমও ক্ষয়ে যায় তাপে ;
এক সময় নিষ্প্রভ হয় আলো
নীরবে মোমের দগ্ধ হওয়ার অন্তিম প্রহরে।
আঁধারে বিস্মৃত হয় বিয়োগান্তক গল্পটা
আলোর প্রজ্বলনে একটি দেশলাই কাঠি
ও একটি মোমবাতি দহনের
অনাদিকালের চিরন্তন আদিম রহস্য।