মুক্ত
রফিক খান
আমি হতে চাই মুক্ত
থাকতে চাই না পরাধীন।
কচুরি পানাই ভাল
দেখোনা কেমনে জলে ভাসে।
আমি হতে চাই মুক্ত পাখি
উড়ে বেড়াব আকাশে।
পথ হারা তেপান্তরে
ছুটে চলব অনায়াসে।
ঘুরে দেখব বিশ্বটাকে
সর্বভ্রমন দৃপ্ত আসে
মনের আশা ব্যপ্ত সদা
যেতে চাই অচিন দেশে।
যেখানে থাকবে না কেউ বলার মত
দেবে না কেউ রঙিন চোখের আদেশে।