রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশ দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় মহাসড়কে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস হতে ২৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
গোয়ালন্দ ঘাট থানা সূত্র জানায়, গত সোমবার দিনগত রাতে এসআই এএসএম ঈসা খানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীজের সামনে চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। রাত পৌনে ১২ টার দিকে গোয়ালন্দ মোড়ের দিক থেকে আসা ঢাকা মেট্রো চ- ১১-৫০০৬ নম্বরের একটি নোহা গাড়িকে সিগনাল দিলে চালক না থামিয়ে দৌলতদিয়া বাস টার্মিনাল সংলগ্ন আব্বাস সরদারের চায়ের দোকানের পূর্ব পাশে গিয়ে থামে। সেখানে গাড়িটি রেখে চালক সহ ৪/৫ জন পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে রাত ১২ টার দিকে গাড়িটি জব্দ করে তল্লাশি চালায়। এ সময় গাড়িটির ভিতর হতে ২৮৫ বোতল মাদক ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধার হওয়া ফেনসিডিলের প্রতি বোতলের মূল্য অনুমান ২ হাজার টাকা হিসেবে ৫ লক্ষ ৭০ হাজার টাকা।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় মঙ্গলবার অজ্ঞাতনামা চালক ও মাদক ব্যবসায়ের সাথে জড়িত অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।