গোয়ালন্দ উপজেলায় সাধারণ ও নদী ভাঙন এলাকার অসহায় শিক্ষার্থীদের উন্নয়নের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই শিক্ষা প্রতিষ্ঠান গোয়ালন্দবাসীর উন্নয়নের শিখরে নিয়ে যাবে। কারণ কারিগরি শিক্ষা সকলের কর্মমুখি গড়ে তুলবে বলে মন্তব্য করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুর জব্বার।
শনিবার দুপুরে নব প্রতিষ্ঠিত জেলার সর্ব বৃহত্তর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান “সরকারি ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অভিভাবক সমাবেশে ফকীর আব্দুর জব্বার আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সাধারণ ও অবহেলিত মানুষের কথা চিন্তা করেন। তিনি বিশ্বাস করেন সুশিক্ষায় বাংলাদেশ উন্নয়ন হবে। দেশের প্রতিটি মানুষের কর্মমুখি করতে হলে কারিগরী শিক্ষার কোন বিকল্প নেই। সুতরাং শিক্ষা বান্ধব সরকার গোয়ালন্দবাসীকে আরও উন্নয়ন করার জন্য এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে। এই প্রতিষ্ঠান ভাল ভাবে পরিচালনা করার জন্য উপজেলার সকলের এবং সকল অভিভাবকের সহযোগিতা অবশ্যই প্রয়োজন।
“সরকারি ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অভিভাবক সমাবেশে শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সমর কান্তি হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, রাজবাড়ী সরকারি আর্দশ মহিলা কলেজের (অবঃ) সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ হালিম তালুকদার, গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল ও গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম এবং অভিভাবকবৃন্দ।