নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে জাকের পার্টি যুব ফ্রন্টের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় জেলার দৌলতদিয়া ঘাট জাকের পার্টির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। রাজবাড়ী জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সভাপতি মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সহ-সভাপতি, মনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক এরশাদ আলী ফকীর, সাংগঠনিক সম্পাদক জসিম আলম, গোয়ালন্দ উপজেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সভাপতি, আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক নুর ইসলাম বেপারী প্রমুখ।
দোয়া ও মোনাজাত করেন জেলা জাকের পার্টি ওলামা ফ্রন্টের সভাপতি আব্দুস সালাম জিহাদি।
জেলা জাকের পার্টি যুব ফ্রন্টের সভাপতি মো. মোক্তার হোসেন বলেন, আমাদের ইহকালেও ভয় নাই পরকালেও ভয় নাই। কারণ বিগত আমলের যে সরকার ছিল তখনও আমাদের ভয় ছিল না। বর্তমানে যে সরকার আছে এখানো আমাদের কোন ভয় নাই। আমরা কারো বাড়িতে হামলা করি না। আমরা কারো কাছ থেকে চাঁদা নেই না। আমরা একটি আদর্শের দল করি সেই দল হলো জাকের পার্টি। আমরা এই দুনিয়ার ক্ষমতার লোভি নই।