রাজবাড়ীর গোয়ালন্দে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এক অটো চালককে মারধরের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ভুক্তভোগীর পিতা গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী অটোচালক গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রয়েছেন।
জানা যায়, হাসের বাচ্চার ধান খাওয়াকে কেন্দ্র করে তেনাপঁচা গ্রামের বাসিন্দা খালেক খন্দকারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ করলে থানা থেকে মামলাটি রুজু হয়। বিবাদী পক্ষ হতে আর একটি মামলা করার কারণে দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বাদী পক্ষের মামলা করাকে কেন্দ্র করে গত ১৬ জুলাই বিকেল সাড়ে ৪ টার দিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের কাছাকাছি নিয়ে সুজন খন্দকারকে মারধর শুরু করে।
ভুক্তভোগীর পিতা মো. খালেক খন্দকার বলেন, জালাল শেখ ও মতি শেখসহ ৪/৫ জন মিলে আমার ছেলেকে মারধর করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।