রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পুরিয়া হেরোইনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃত মাদক কারবারি রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর মৃধাডাঙ্গা গ্রামের মো. সেকেন মৃধার ছেলে মো. জহিরুল মৃধা (৩৪)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ঘটিকার সময় গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিকনির্দেশনায় মাদক কারবারিকে উজানচর মৃধাডাঙ্গা গফফার মৃধার মুদি দোকানের সামনে হতে ৩০ পুরিয়া অর্থাৎ ৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারিকে থানায় নিয়মিত মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।