রাজবাড়ীর গোয়ালন্দ থানা পুলিশের অভিযানে ৫৬ পুরিয়া হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে। তারা হলো রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বড় চর বেনীনগর গ্রামের আজাহার মন্ডলের ছেলে মো. আতাহার মন্ডল (২৬) ও রাজবাড়ী সদরের একই ইউনিয়নের মহাদেবপুর গ্রামের দাউদ মন্ডলের ছেলে মো. আয়ুব মন্ডল (২৭)। থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত সাড়ে ৮ ঘটিকার সময় গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিকনির্দেশনায় মাদক কারবারিদের ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীজের সামনে হতে ৫৬ পুরিয়া অর্থাৎ ৫.৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারিদের থানায় নিয়মিত মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।