মোক্তার হোসেন, পাংশা ॥
রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে “ঐতিহাসিক ৭ই মার্চ” ২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকল সরকারী, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারী চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য ও কর্মময় জীবন নিয়ে নাটক মঞ্চায়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
পাংশা উপজেলা পরিষদ হলরুমে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ আলী। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) উত্তম কুমার ঘোষ, মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম জাহাঙ্গীর ও মুক্তিযোদ্ধা ইউসুফ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেনি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।