রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা কালুখালী সীমান্তে নগদের সুপারভাইজারকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। রবিবার বেলা ১২টার পর গোবিন্দ কুন্ডুর ভাটার কাছে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ছিনতাইয়ের শিকার নগদের পাংশা কালুখালী এরিয়া সুপারভাইজার দোলন চক্রবর্তি বলেন, আমি রাজবাড়ী অগ্রনী ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তলন করি। টাকা নিয়ে পাংশা আসার পথে পাংশা কলেজ মোড়ের অদূরে কালুখালীর পশ্চিম সিমান্তের কাছে গোবিন্দর ভাটা সংলগ্নে পৌছালে পিছন দিক থেকে তিনজন মোটর সাইকেল আরোহী আমার গতিরোধ করে। এবং টাকার ব্যাগ কেরে নেয়ার চেষ্টা করে। নিতে না পেরে চা পাতি দিয়ে আমাকে কোপ দিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পাংশা শহর অভিমূখে চলে যায়।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ছিনতাইকৃত টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তদন্তের স্বার্থে এ ব্যাপারে এখন আর কিছু বলতে পারছি না।