“ নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে শহরে র্যালী শেষে উপজেলা মিলনায়তন কক্ষে নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, থানার এস আই ওয়াহিদ্দুজ্জামান পিপি এম, জামালপুর ইউপি চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু, জঙ্গল ইউপি চেয়ারম্যান কল্লোল কুমার বসু, নারুয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর , মহিলা সভানেত্রী বাসন্তী সান্যাল, ইউপি সচিব তরুন দাস, ইউপি সদস্য কাবিল উদ্দীন, গ্রাম পুলিশ আরিফ হোসেন প্রমুখ।