রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর শেখ নামে একজনকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আলোকদিয়া গ্রামের মৃত ইবাহীম শেখের ছেলে।
রাজবাড়ী ডিবি ওসি মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে বালিয়াকান্দির জামালপুর থেকে ৯০ পিচ ইয়াবাসহ মিজানুরকে গ্রেফতার করা হয়। এব্যাপারে মামলা হয়েছে।