সম্প্রীতির উৎসব শারদীয় দূর্গা পূজা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল হতে গৃহবধুরা প্রতিমার সিথেয় সিন্দুর মুখে নারু সন্দেস দিয়ে মায়ের নিকট আর্শিবাদ প্রার্থনা করে। পরে পরিবারের সকলেই একই সাথে ধূপ আরতি চলে বিসর্জনের পূর্ব পর্যন্ত। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিসর্জন দিয়ে তারা স্ব স্ব মন্দিরে এসে সকলে মিলে কীর্তন করে মিষ্টি মুখে বাড়ী ফেরে।
পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ জানিয়েছে, এ বছর প্রতিমা শুরু হতেই প্রশাসনের নজরদারীতে ছিল মন্দির গুলো। প্রশাসনের আয়োজনে বিভিন্ন স্থানের সম্প্রীতির সমাবেশ করেছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় বিভিন্ন মন্দির পরিদর্শন করে তাদের শুভেচ্ছা বিনিময় করেছে। প্রশাসনের এহেন পদক্ষেপকে দূর্গা মাতার কাছে সকলের শান্তি কামনা করেছে।
থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানায়,
উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা জানায়, আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারী সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় দূর্গা উৎসবের আনন্দ সম্পন্ন হয়েছে। এ জন্যে সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য কামনা করছি।