রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান বালিয়াকান্দি উপজেলায় পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী উন্নয়ন কাজ পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন। দিনব্যাপী তার সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ।
সোমবার সকালে বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর স্কুলে অভিভাবক সমাবেশে যোগদান করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াহিদুজ্জামানসহ ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানান। স্কুলে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য শেষে স্কুল প্রাঙ্গনে ফলদ বৃক্ষের চারা রোপন করেন। সেখান হতে ইসলামপুর ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার পরিদর্শনে উপস্থিত হলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা প্রনয় কুমার বাগচী ও ইউপি চেয়ারম্যান মো. আহম্মদ আলী মাস্টার স্বাগত জানান। পরে তিনি নবাবপুর ইউনিয়নের পদমদী গুচ্ছ গ্রামের কমিউনিটি ক্লিনিক ও ইন্দুরদী আবাসন প্রকল্প পরিদর্শনে গেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাসির উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর স্বাগত জানান। দুপুরে বালিয়াকান্দি উপজেলা সহকারী ভূমি কমিশনারের কার্যালয় পরিদর্শন শেষে উপজেলা সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক ব্যাক্তি, ধর্মীয় প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দেরসাথে একমত বিনিময় সভায় বক্তব্য রাখেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনির, থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান খান, মাধ্যামিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, জামালপুর ইউপি চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে তিনি ভিখারী পুর্নবাসনের আওতায় ১৭ জন ভিখারীর মধ্যে ২টি করে ছাগল নগদ ১হাজার সাতশ টাকা প্রদান করেন।