নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধিতে কাজের গুণগত মান নিশ্চিতকরণে বাজারদরের সাথে সংগতি রেখে রেইট অব সিডিউল পুনরায় হালনাগাদ করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন গণপূর্ত বিভাগের ঠিকাদাররা।
সোমবার সকালে গণপূর্ত বিভাগ ঠিকাদার এসোসিয়েশনের উদ্যোগে রাজবাড়ী গণপূর্ত কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সভাপতি আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে রড, সিমেন্ট, ইট, বালিসহ প্রতিটি নির্মাণ সামগ্রীর দাম ৫০ থেকে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় আগের সিডিউল অনুযায়ী কাজ করতে গিয়ে ঠিকাদারদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এ বাস্তবতায় সিডিউলের দাম পুনঃ নির্ধারণ করা অত্যন্ত জরুরী।
মানববন্ধন শেষে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।