৪৯ তম উপজেলা পর্যায়ের জাতীয় স্কুল, মাদ্রাসা,কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে রবিবার (১১ সেপ্টেম্বর) পাংশা জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবলের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। গ্রীস্মকালীন ফুটবল, কাবাডি, সাঁতার, দাবা ও হ্যান্ডবল প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে এ পুরস্কার বিতরণ করা হয়।
ফাইনাল খেলায় বাহাদুরপুর শহীদ খবিরুজ্জাম উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে পরাজিত করে কাচারীপাড়া উচ্চ বিদ্যালয় জয়লাভ করে। এ খেলায় মাঠ পরিচালনা করেন শাহজানুল হক জুয়েল, সাবেক খেলোয়ার মোহাম্মাদ আলী, সবুজ।
পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ,পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল আলম সহ বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসার প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।