রাজবাড়ীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় দুই আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বুশরা সাইয়েদা এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত দুই আসামী হল রাজবাড়ী সদর উপজেলার সানদিয়ারা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে খলিল উদ্দিন (৩২) এবং একই গ্রামের রহিম শেখের ছেলে নীল চাঁদ (৩০)।
আদালত সুত্রে জানা যায়, ২০১২ সালের ৬ নভেম্বর দুপরে রাজবাড়ী সদর উপজেলার সানদিয়ারা গ্রামের ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে খলিল ও নীল চাঁদ মিলে ধর্ষণ করে। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে পরের দিন ৭ নভেম্বর রাজবাড়ী সদর থানায় খলিল ও নীল চাঁদকে আসামী করে মামলা করে।
রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি অ্যড. শেখ সাইফুল হক বলেন, মামলার দীর্ঘ শুনানী ও আইনী প্রক্রিয়া শেষে আদালত এজাহারে উল্লেখিত দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে।