আসসালামু আলাইকুম/ নমস্কার,
শ্রদ্ধেয় রাজবাড়ীবাসী ও জনপ্রতিনিধিদের প্রতি সশ্রদ্ধ শুভেচ্ছা।
দোয়া করবেন আমি আসন্ন জেলা পরিষদ নির্বাচন ২০২২, বাংলাদেশ আওয়ামী লীগ রাজবাড়ী জেলার একজন চেয়ারম্যান প্রার্থী।
শুধুমাত্র দলীয় মনোনয়ন পেলেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করব।
গতকাল ঢাকাস্থ দলীয় কার্যালয় হতে মনোনয়নপত্র গ্রহণ করে তা যথাযথভাবে পূরণ করে জমা দিয়েছি। আমি আপনাদের দোয়া ও সমর্থনপ্রার্থী।
দুঃখজনক ও আশঙ্কার বিষয় যে, রাজবাড়ী জেলার আওয়ামী লীগের একজন উচ্চ পর্যায়ের প্রভাবশালী নেতা ও জনপ্রতিনিধি জেলার সম্মানিত জনপ্রতিনিধিদের ঢাকায় ডেকে নিয়ে আমার বিরুদ্ধে নানাবিধ অসত্য কথা বলেছেন এবং সতর্ক করেছেন যে, আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেও যেন তারা আমাকে ভোট না দেন।
আমাকে ভোট দিলে পরবর্তীতে তাদেরকে দল থেকে বহিষ্কার ও নানাবিধ ব্যবস্থাগ্রহণ করবেন বলে হুমকি দিয়েছেন। বিষয়টি রাজবাড়ী জেলায় এখন বহুল আলোচিত । ঘটনাটি কেন্দ্রীয় নেতাগণ ইতোমধ্যে অবহিত হয়েছেন।
এমনকি উক্ত সম্মানিত নেতা সাদা কাগজে জোর করে জনপ্রতিনিধিদের স্বাক্ষর করাচ্ছেন যাতে আমি দলীয় মনোনয়ন না পাই। আমার বিরুদ্ধে মাননীয় নেত্রীর কাছে আবেদন জমা করবেন। যাতে আমার মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে বাঁধার সৃষ্টি হতে পারে।
সম্মানিত সুপ্রিয় রাজবাড়ীবাসী, আপনারা আমার সৎ সাহসিকতার বিষয়ে অবগত আছেন।
ইতোপূর্বে উক্ত জননেতা আমার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্রমূলক অভিযোগ এনেছিলেন যা তদন্তে অসত্য প্রমাণিত হয়েছে এবং ধোপে টেকেনি। তবে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে যদিও আমি ভীত নই।
এই সকল অন্যায় ও অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই এবং জনপ্রতিনিধিদের হাতে এর বিচারের ভার রইলো।
মাননীয় নেত্রী স্বয়ং জানেন এবং বলেছেন সততাই আমার শক্তি।
জাতির জনকের সুযোগ্য তনয়া মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মহোদয়ের সুবিচারের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে।
দ্বিতীয় বারের মতন যদি দলীয় মনোনয়ন পাই তবে ইনশাল্লাহ জেলা পরিষদ নির্বাচনে জয় লাভ করে জেলা পরিষদের অসম্পূর্ণ কাজগুলো আপনাদের সাথে নিয়ে বাস্তবায়ন করে জননেত্রীর স্বপ্নপূরণ করতে পারব বলে আমার বিশ্বাস।
তবে দ্ব্যর্থ কণ্ঠে এও বলি যে, দলীয় মনোনয়ন আমি ছাড়া অন্য যেই পাবেন আমি তাঁর জন্য সম্পূর্ণভাবে তাঁর পাশে থেকে বিজয় সুনিশ্চিতের জন্য কাজ করব ইনশাল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় হোক বাংলার মেহনতি মানুষের।
সকলকে ধন্যবাদ-
সবিনয় নিবেদক
আপনাদেরই
বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার
সহ-সভাপতি, রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।