আবারও জেলার সেরা ওসি নির্বাচিত হলেন রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন। সোমবার পুলিশ লাইনস ড্রিল শেডে পুলিশ কল্যাণ সভায় তার হাতে পুরষ্কারের ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
এসময় রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাউদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোঃ মাইনুদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় ওসি শাহাদত হোসেন বলেন, অশেষ কৃতজ্ঞতা জানাই রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান স্যারকে। যার অনুপ্রেরণায় প্রতিনিয়ত উজ্জীবিত হই। যার কাছ থেকে প্রতিনিয়ত নতুন নতুন অনেক কিছু শিখছি। পাশাপাশি রাজবাড়ী থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের ধন্যবাদ জানাচ্ছি যাদের কর্মপ্রচেষ্টার ফল আজকের এ পুরস্কার।