রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন মঙ্গলবার পাংশা মডেল থানা পরিদর্শন করেছেন।
তিনি পাংশা থানায় পৌছালে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন মোহাম্মদ মাসুদুর রহমান, অফিসার ইনচার্জ, পাংশা, মডেল থানা, রাজবাড়ী এবং জনাব উত্তম কুমার ঘোষ, পুলিশ পরিদর্শক (তদন্ত), পাংশা মডেল থানা, রাজবাড়ীসহ থানার অফিসার ও ফোর্সবৃন্দ। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারকে পাংশা মডেল থানা প্রাঙ্গণে অফিসার ইনচার্জ পাংশা মডেল থানা এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল গার্ড অফ অনার প্রদান করেন।
পরে অতিরিক্ত পুলিশ সুপার পাংশা মডেল থানার অস্ত্রাগার, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক সহ থানা কম্পাউন্ড পরিদর্শন পূর্বক থানার বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন।