রাজবাড়ীর পাংশায় পেঁয়াজের গুদাম সার মজুদ রাখায় এক সার ব্যাবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার শরিসা ইউনিয়নের বৃত্তিডাঙ্গা বাজারে নাজির ট্রেডার্স এর মালিক নাজির হোসেনকে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ (সংশোধিত ২০০৮) এর ১২ ধারায় তাকে এ দন্ড প্রদান করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, পাংশা মডেল থানার এস আই কামাল সহ পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।