অবৈধ্য ভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলন। এতে প্রতি বছর আবাদি জমি, বসত বাড়ী, স্কুল, মাদ্রাসা, হাট-বাজার সহ নদী গর্ভে চলে যাচ্ছে অনেক প্রতিষ্ঠান। শহর রক্ষা বেরিবাঁধ রয়েছে ভাঙন হুমকিতে।
তবে বিভিন্ন সময় এলাকাবাসী পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে আসলেও বন্ধ হচ্ছে না বালু উত্তোলন। অসহায় হয়ে এলাকাবাসী পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল হয়। রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন বাসীর আয়োজনে উড়াকান্দা পদ্মা নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজবাড়ী শহর রক্ষা বাঁধ হুমকির মুখে। এভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলন হলে ভাঙনের কবলে পরবে রাজবাড়ী শহর রক্ষা বাঁধ। বক্তারা আরোও বলেন, একটি প্রভাবশালী মহল স্বার্থ উদ্ধারের জন্য পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। যে কারণে প্রতি বছরে রাজবাড়ীতে নদী ভাঙনের কবলে পরে শতশত একর আবাদি ও বসতি জমি বিলীন হচ্ছে। নদীতে বিলিন হয়েছে স্কুল, মসজিদ, মাদ্রসা, ফসলি জমি সহ বহু স্থাপনা। হুমকিতে রয়েছে শহর রক্ষা বাঁধসহ একাধিক স্কুল, মসজিদ, মাদ্রাসা, হাট বাজারসহ ফসলি জমি। বক্তারা জানান, নদী এখন শহর রক্ষা বাঁধ ঘেসে রয়েছ। তার পাশ থেকে বালু উত্তোলনকারীরা প্রতিনিয়ত বালু উত্তোলন করছে।
মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বরাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম, সাবেক চেয়ারম্যান মেছের আলী খান, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য আশরাফুল আলী খান, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য ইউনুছ আলী শেখ, ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য সেলিম শেখ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কাদের মুন্সি, ইকবাল, মন্টু মন্ডল, সামছুল হক প্রমুখ।