রাজবাড়ী জেলার বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী বাবার ২৯২ তম আর্বিভাব দিবস পালন করা হয়েছে। দিবস পালন উপলক্ষে আর্বিভাব দিবস উদযাপন ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে। কর্মসূচীর মধ্যেছিল গীতা পাঠ, পূজা, ভক্তিমূলকগান, আলোচনা সভা, ভোজন কীর্তন ও প্রসাদ বিতরন। লোকনাথ বাবার জীবনী ও ভোজন কীর্তন পরিবেশন করেন ফরিদপুরের ওঙ্কারেশ্বর ব্রক্ষ্মচারী মহারাজ। অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার গোস্বামী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন মন্দির কমিটির সভাপতি যোগেশ চন্দ্র সমাদ্দার, সাধারন সম্পাদক চন্দ্রনাথ কুন্ডু চন্দন।