সড়ক দুর্ঘটনায় আহত শুকুর মোল্লাকে চিকিৎসা সহায়তা দিয়েছে টিম রাজবাড়ী ফাউন্ডেশন। শনিবার রাতে শহরের মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বর থেকে টিম রাজবাড়ী ফাউন্ডেশনের আত্মপ্রকাশের শুভলগ্নে সংগঠনটির পক্ষ থেকে চিকিৎসার জন্য তার হাতে তুলে দেওয়া হয় ২০ হাজার টাকা। শুকুর মোল্লা রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের নিজাতপুর গ্রামের বাসিন্দা।
শুকুর মোল্লা জানান, টাকার অভাবে হাতের অপারেশন করাতে পারছেন না। টিম রাজবাড়ী ফাউন্ডেশন তাকে যে আর্থিক সহায়তা দিয়েছে তাতে তার অনেক বড় উপকার হলো।
আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, রাজবাগড়ী একাডেমির সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল্লাহ, টিম রাজবাড়ী ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা জয়ন্ত কুমার দাস, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন প্রমুখ।