রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বিকয়া বাজারে স্লুুইচ গেট খোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। আহতরা হলেন বিকয়া গ্রামের কালাম বিশ্বাস ( ৫০), বকুল বিশ্বাস ( ৪৮), সুমন বিশ্বাস ( ২৩), জামাল বিশ্বাস ( ৫৫)।
শুক্রবার রাত ৭ টার দিকে পানির গেট খোলার উদ্দ্যেশ্য বিকয়া বাজার সুইচ গেটের কাছে গেলে প্রতিপক্ষের লোকেরা হামলা চালায়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।