রাজবাড়ী জেলার বহরপুর বিএনবিএস এর উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মাদারীপুর জেলা ফুটবল একাদশ বনাম রাজবাড়ী সদর উপজেলা মেঘলা আকাশ ষ্পোটিং ক্লাবের খেলায় রাজবাড়ী মেঘলা আকাশ স্পোটিং ক্লাব মাদরীপুর ফুটবল একাদশকে ৬-০ গোলে পরাজিত করে। খেলায় উপস্থিত ছিলেন একসময়ের ফুটবল খেলোয়াড় বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, আয়োজক কমিটির সভাপতি কাজী শহীদুল ইসলাম সহ প্রাক্তন খেলোয়াড়বৃন্দ।