রাজবাড়ী জেলার শিশু অধিকার বাস্তবায়নে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স, রাজবাড়ীর আয়োজনে বৃহস্পতিবার সকালে ডায়লগ সেশস অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাইনউদ্দিন আহমেদ চৌধুরী।
অন্যদের মাঝে বক্দৃতা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আলীমুর রেজা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ হাসান খান, সেভ দ্য চিলড্রেনের একটি প্রকল্পের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, এনসিটিএফের ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার সাদমান সাকিব রাফি প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী এনসিটিএফের সাধারণ কে.এম তাহছিন মুগ্ধ ও সহ-সাধারণ সম্পাদক রাইসা রুবাইয়াত খান অঙ্কিতা। প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ অর্ধ শতাধিক শিশু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকে বিদ্যালয়ের টয়লেট, কম্পিউটার ল্যাব, আইডি কার্ড, ম্যাগাজিন, ছাত্রীদের ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ, পথশিশুদের আবাসন, অশ্লীলতাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ গ্রহণসহ এনসিটিএফের কার্যক্রমে সার্বিক সহায়তার আশ্বাস দেয়া হয়।