২০০০ সালে চালু ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়া শিক্ষা কোর্স ৩ বছরে রূপান্তরে শিক্ষা মন্ত্রী দিপু মনির বক্তব্যের প্রতিবাদ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থায় সমস্যা নিরসন সহ ৪ দফা দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে অনুপম সুপার মার্কেটের দ্বতীয় তলায় আইডিইবি রাজবাড়ী জেলা শাখার কার্যালয়ে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ছাত্র, শিক্ষক, পেশাজীবি সংগ্রাম পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে পেশাজীবি সংগ্রাম পরিষদের আহ্বায়ক হাসমত আলী, সদস্য সচিব মো. আব্দুর রব মিয়া, জেলা নির্বাহী কমিটি সভাপতি মো আব্দুর রাজ্জাক মিয়া, সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হেসেন মিয়া, সমাজ কল্যান সম্পাদক নব কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।