রাজবাড়ী জেলা গোয়ালন্দ পৌরসভার নালা নির্মাণ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে রেজাউল মন্ডল (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রেজাউল মন্ডল গোয়ালন্দ পৌরসভার ২নম্বর ওয়ার্ড দেওয়ান পাড়া গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গোয়ালন্দ পৌরসভা সূত্রে জানা যায়, প্রায় ৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে পাঁচ ফুট আট ইঞ্চি প্রশস্ত এবং প্রায় সাত ফুট গভীরতায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘের সাতটি আরসিসি নালা নির্মাণ হচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে কাজটি পেয়েছে কেকেআর এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠান। স্থানীয়ভাবে পৌরসভার কাউন্সিলর সহ কয়েকজন সাব-ঠিকাদারির ভিত্তিতে গত এপ্রিল মাস থেকে নালার নির্মাণ কাজ শুরু করেন।
স্থানীয়রা জানান, গোয়ালন্দ বাজার বড় মসজিদের কাছে স্থানীয় খননকৃত নালায় তারা লোহার রডের জাল বিছানোর কাজ করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে রেজাউল মন্ডল ঘরের আর্থিং রড ধরে নালার ওপর ওঠাতে গেলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, শ্রমিকদের প্রশিক্ষণ প্রদানসহ প্রয়োজনীয় সকল নিরাপত্তা সরঞ্জমাদি দেওয়া হয়েছে। অথচ তারা কেউ এসব সামগ্রী ব্যবহার করতে আগ্রহী না।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, পরিবার থেকে কোন অভিযোগ না পাওয়ায় সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।