রাজবাড়ী জেলা শহরে অবস্থিত বিনোদপুর পৌর প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে গতকাল সোমবার সকাল ১০টায় খাদ্য-পুষ্টি ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের চত্বরে সকল অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে এই সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর সামগ্রীর মধ্যে ছিল উন্নত মানের খেজুর, বাদাম বিস্কুট ও সুরক্ষা সামগ্রী।
সেভ দ্য চিলড্রেন ও কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর যৌথ উদ্যোগে পুষ্টি-খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
পুষ্টি সামগ্রী বিতরণকালে কেকেএস এর নির্বাহী পরিচালক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার সকল অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে প্রথমে কুশল বিনিময় করেন। তিনি প্রত্যেক অভিভাবককে শিশুদের পরিষ্কার পরিচ্ছন্ন শরীর ও পোশাক ব্যবহারের ব্যাপারে গুরুত্ব দেন। তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করার ব্যাপারে উদ্বুদ্ধ করেন। এছাড়াও শিক্ষকদের নিয়মিত পাঠদানের জন্য পরামর্শ প্রদান করেন।
খাদ্য ও পুষ্টি সামগ্রী বিতরণকালে বিদ্যালয়ের সভাপতি শিবু চন্দ্র কর্মকার, কেকেএস এর লিগ্যাল অফিসার মো. নাসির উদ্দিনসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।