চেতনানাশক ব্যবহার করে ঘরের জানালার গ্রীল ভেঙ্গে মারপিটসহ পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগতরাতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে বিপুল চাকীর বাড়ীতে এ ঘটনা ঘটে।
গৃহকর্তা বিপুল চাকী জানান, সোমবার বিকেলে আমি ও আমার স্ত্রী তৃপ্তি অসুস্থতা বোধ করলে চিকিৎসকের কাছে যাই। বাড়ি ফিরে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত প্রায় ১টার দিকে ৬/৭ জন দুস্কৃতকারী ঘরের জানালার গ্রিল ভেঙ্গে দেশীয় অস্ত্রের মুখে মারপিট করে সবাইকে জিম্মি করে প্রায় ২ঘন্টা ঘরের আসবাবপত্র ভাংচুর করে নগদ ৫০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। মারপিট করা হয়েছে বিপুল চাকী, স্কুলছাত্রী বরিশা চাকী, স্কুল শিক্ষিকা ইতি রাসী দেকে। ওই রাতেই থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরদিন সকালে পরিবারের অন্য সদস্যদের শারীরিক অবস্থার অবনতি হলে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি হয়। ভর্তিকৃতরা হলো বিপুল চাকী(৫৭), তার স্ত্রী তৃপ্তি চাকী (৪৫), জেঠাতো ভাই কার্ত্তিক চাকী(৬৫), তার স্ত্রী পুতুল চাকী(৫৫), নিতাই চাকীর স্ত্রী কল্যানী(৫০), নিমাইচাকী(৫৭)।
বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর থানায় এসে অভিযোগ দিতে বলেছি।