জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান ও পুকুরের মাটি ও পানি পরীক্ষা করা হয়। মৎস্য কর্মকর্তা ও স্থানীয় মাছ চাষীদের উপস্থিতিতে বাবুপাড়া ইউপির ভুরকুলিয়া গ্রামে ৩১ জন মৎস্য চাষীর ১২৮ টি পুকুরের পানির পি এইস পরীক্ষা পূর্বক পরামর্শ প্রদান করা হয়।
এছারাও ২৪ জুলাই ব্যানার ও ফেস্টুন সহ বর্ণাঢ্য র্যালি পাংশা শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহ উপজেলা পরিষদের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরুষ্কার প্রদান করা হয় ও মৎস্য সেক্টরের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রমান্যচিত্র প্রদর্শন করা হয়।
২৫ জুলাই কর্মসূচির অংশ হিসেবে বাহাপুরপুর ইউপি পরিষদ চত্তরে প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ সজিব হোসেন।