‘আমরা গড়বো রাজবাড়ী,শুভকাজে সবার পাশে’ এই প্রতিপাদ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীতে ঔষধি বৃক্ষ নিম গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে স্বপ্নের রাজবাড়ী, কালের কন্ঠ শুভ সংঘ, ও রেটারী ক্লাব অব নবানী মডেল টাউন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। এসময় সদর উপজেলার ১৪০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ নিম গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভেষজ বিজ্ঞানী নিম বিশারদ ড. মোঃ আব্দুল হাকিম মন্ডল (নিম হাকিম) কে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের জন্য পুরষ্কৃত করা হয়।
স্বপ্নের রাজবাড়ী ও রেটারী ক্লাব অব নবানী মডেল টাউনের সভাপতি কানিজ ফাতেমা চৈতির সভাপতিত্বে বক্তৃতা করেন ড. মোঃ আব্দুল হাকিম মন্ডল নিম হাকিম, , মিসেস বাংলাদেশ ও রেটারী ক্লাব অব নবানী মডেল টাউনের সদস্য মুন জেরিন, সদর উপেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।