শনিবার সকাল ১০টায় রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার রাজবাড়ী জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বিনোদপুর বে-সরকারি পৌর প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন।
শিক্ষাই জাতির মেরুদন্ড, আমরা সকলে সেটা জানি বুঝি কিন্তু কয়জন মানুষ আমরা খবর রেখেছি আমাদের পাশের সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ার খবর। এই সকল শিশুদেরও তো শিক্ষার অধিকার, বাঁচার অধিকার, বেড়ে ওঠার অধিকার, অংশগ্রহণের অধিকার আছে। রাজবাড়ী জেলার প্রাণকেন্দ্রে বিবেকানন্দ পল্লিতে অবস্থিত বিনোদপুর বে-সরকারি পৌর প্রাথমিক বিদ্যালয়। যেখানকার বেশির ভাগ শিশুই পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীদের। যাদের অবদানে রাজবাড়ী শহর পরিস্কার-পরিচ্ছন্ন থাকে। আজ থেকে ৩০ বছর আগে এই স্কুলটি প্রতিষ্ঠিত হলেও তেমন উন্নয়ন ঘটেনি। ৪ জন শিক্ষক দিয়ে স্কুলটি পরিচালিত হচ্ছে। সামান্য বেতন দিয়ে শিক্ষকসহ শিশুদের জীবনমান উন্নয়ন কষ্টসাধ্য।
বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের নজরে আসে এই স্কুলটি। তিনি অনুভব করেন এই স্কুলের শিশুরা অবহেলিত। তিনি স্কুলের শিক্ষকদের সাথে কথা বলেন এবং ১ লক্ষ্য টাকা অনুদানের ব্যবস্থা করে দেন স্কুলটির উন্নয়নে। পরবর্তীতে সেভ দ্য চিল্ড্রেন এর সাথে কথা বলেন শিশুদের পড়াশোনায় মনযোগী করে গড়ে তোলায় কি করা যায়। একপর্যায়ে সেভ দ্য চিল্ড্রেন এর সহযোগিতায় এই সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্কল ব্যাগ বিতরণ করেন যা বাস্তবায়ন করে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)। ফকীর আব্দুল জব্বার ব্যাগ বিতরণ অনুষ্ঠানে বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ পড়াশোনার পাশাপাশি ওদেরকে সৃজনশীল ও কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তিনি স্কুলটির উন্নয়নে রাজবাড়ী জেলায় সুশীল সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।