ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই ১৩ বছরের কিশোর আকাশকে হত্যা করা হয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেপ্তার আমিনুল। এর আগে ছিনতাইকৃত ভ্যানটি বালিয়াকান্দির পাশর্বর্তী মধুখালী উপজেলা এলাকায় আমিনুলের শ্বশুবাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার আমিনুল বালিয়াকান্দি উপজেলার মৌকুরি গ্রামের টিটু খানের ছেলে। শুক্রবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।
বালিয়াকান্দি থানা থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ জুলাই কিশোর আকাশ নিখোঁজ হওয়ার পরদিন তার বাবা থানায় জিডি করেন। জিডির সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে। গত ২০ জুলাই রাতে জঙ্গল ইউনিয়নের একটি বিল থেকে আকাশের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশ ঘটনার মূল হোতা আমিনুলকে গ্রেপ্তার ও তার শ্বশুরবাড়ি থেকে ছিনতাই করা ভ্যানটি উদ্ধার করে। আমিনুল পুলিশের কাছে তার অপরাধ স্বীকার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এসআই আসাদুজ্জামান রিপন জানান, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই আমিনুল হত্যা করে আকাশকে। আমিনুলকে রাজবাড়ীর আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দীর প্রক্রিয়া চলছে।