দীর্ঘ ৬ মাস পর নিজ জেলা রাজবাড়ীতে ফিরেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। বৃহস্পতিবার বিকেলে তিনি রাজবাড়ী শহরে প্রবেশের প্রাক্কালে দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। এসময় হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন কাজী ইরাদত আলী।
গত ১৮ ফেব্রুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। ওইদিনই তাকে এয়ার অ্যম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। পড়ে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় দিল্লী।
দীর্ঘদিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরলেন তিনি।