গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ শতাধিক নেতাকর্মীর উপর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে গোয়ালন্দে। শনিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় গণঅধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি সন্ধ্যা ৭টা৫০ মিনিটে থেকে শুরু হয়ে রাত ৮টা১০ মিনিট পর্যন্ত চলে। এসময় মহাসড়কের দু’পাশে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারির সৃষ্টি হয়। বিক্ষোভ মিছিলে হামলার প্রতিবাদে বক্তব্য দেন রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী।
উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল আপন মৃধা, যুব অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি রেজা মাহমুদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার আহবায়ক সাগর শেখ, যুগ্ম আহবায়ক সুজনুর রহমান সাগর প্রমুখ।
যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, পুলিশ ও সেনাবাহিনী এবং জাতীয় পার্টির সন্ত্রাসী দ্বারা নুরুল হক নূর ভাইকে যারা ন্যাক্কারজনক ভাবে হামলা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। জাতীয় পার্টিকে রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তিনি আরও বলেন, ৪৮ ঘন্টার মধ্যে আমাদের দাবি না মানা হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।