গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ৭৬ টি পরিবারের মাঝে ৩ লক্ষ ৬০ হাজার টাকার চেক ও ১২০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে ৪টি ইউনিয়নের বিভিন্ন সময়ে অগ্নিকান্ড কালবৈশাখী ঝড়, নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র ৭৬টি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতিটি পরিবারকে বিনামূল্যে এক বান্ডিল করে ঢেউটিন ও চেক প্রদান করা হয়। কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর প্রমুখসহ অন্যান্য কর্মকর্তা ও উপকারভোগীরা।