লোকসংগীত বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগীতের মধ্যে অন্যতম। এই সংগীতে রয়েছে মা-মানুষের গন্ধ। এই সংগীতের চর্চা চলে গাও গেরামের অনেক জায়গায়। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে রয়েছে লোকসংগীত কেন্দ্র। কেন্দ্রটির নাম বাউল কুঠির। যেখানে প্রতিদিন শুদ্ধ লালন চর্চার পাশাপাশি লোকসংগীত, দেশাত্মবোধক, জারি, সারি, লালন সংগীত নিয়ে গানের আসর চলতে থাকে।
মঙ্গলবার বাউল কুঠিরে গিয়ে দেখা যায়, সংগীত পরিবেশন করছেন, বাউল কুঠিরের প্রধান বাউল ইদ্রিস ফকির, দৌলতদিয়া ইউনিয়ন শাখা জাসাস এর সাধারণ সম্পাদক দয়াল সাইদ বাউল প্রমুখসহ অন্যান্য শিল্পীবৃন্দ। বাউল কুঠির পরিচালনা কমিটির সদস্যরা বলেন, সংগীত আমাদের প্রানের আওয়াজ, সংগীত আমাদের অন্তরের ক্ষুধা নিবারণের মহা ঔষধ। বাউল কুঠিরের শিল্পী বাউল ইদ্রিস ফকির বলেন, লালন ও লোকসংগীত আমাদের জীবনের খোরাক। বাউল কুঠিরে প্রতিদিন গানের লালন ও লোকসংগীত চর্চা করা হয়।