রাজবাড়ীতে সমন্বিত খামার ব্যাবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা ও কৃষি আবাদ বাড়ানোর লক্ষে ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ১০ কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি হিসেবে হাল চাষের পাওয়ার টিলার বিতরণ করা হয়।
সোমবার বিকালে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে এ সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এ কৃষি যন্ত্রপাতি ও পাওয়ার টিলার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতি মন্ত্রী কাজী কেরামত আলী।
অন্যান্যের মাঝে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি উম্মে সালমা, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. বাহাউদ্দিন সেক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা উপ সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক প্রমূখ।
এসময় কৃষকদের মাঝে ভর্তুকী ও অর্ধেক মূল্যে যে কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে তার সঠিক ব্যাবহার করার পরামর্শ দেওয়া হয় সেই সাথে কোন অনাবাদী জমি যেন পড়ে না থাকে তা আবাদের আওতায় এনে এর সদ্ব্যবহার করার জন্য সকল কৃষকদের পরামর্শ প্রদান করেন অতিথিরা। প্রতিটি পাওয়ার টিলারের মূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা হলেও তা ভর্তুকী মূল্যের অর্ধেকে সদর উপজেলার ১০ জন কৃষককে ১০ টি পাওয়ার টিলার দেওয়া হয়।