রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের আশ্চর্যপুর গ্রামে এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করেছেন ইউএনও। শুক্রবার বিকেলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়েটি বন্ধ করেন। ওই কিশোরীর নাম সানজিয়া খাতুন। সে একই গ্রামের সাহেব আলীর মেয়ে।
সানজিয়া খাতুনের চাচা মো. রেজাউল জানান, তার ভাতিজি স্থানীয় বারুগ্রাম স্কুলে নবম শ্রেণিতে পড়ে। ১৮ বছর হতে তার কিছুদিন বাকী আছে। শুক্রবার তার বিয়ের আয়োজন করা হয়েছিল। পরে প্রশাসনের লোকজন এসে বিয়ে বন্ধ করে দেয়। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না এমন নির্দেশনা তারা মেনে নিয়েছেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানান, আশ্চর্যপুর গ্রামে এক অপ্রাপ্ত বয়ষ্ক কিশোরীকে বিয়ে দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিনকে সেখানে পাঠিয়ে বিয়েটি বন্ধ করা হয়। এসময় ১৮ বছর পূর্ণ হওয়া পর্যন্ত বিয়ে দেবেনা মেয়ের অভিভাবকদের কাছ থেকে এমন মুচলেকা নেওয়া হয়েছে।