ফরিদপুর সদর রথখোলা ও সিএন্ডবি ঘাট যৌনপল্লীর বাসিন্দাদের মাঝে বিনামুল্যে ভ্রাম্যমান এইচআইভি/এইডস মোবাইল ভ্যান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার ও সোমবার দিনব্যাপী ঢাকা, মহাখালি স্বাস্থ্য অধিদপ্তর এইডস/এসটিডি প্রোগ্রামের আয়োজনে এবং ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় বিনামুল্যে এ ভ্রাম্যমান এইচআইভি/এইডস মোবাইল ভ্যান কার্যক্রম অনুষ্ঠিত হয়। রথখোলা যৌনপল্লীর ৬৮ জন এবং সিএন্ডবি যৌনপল্লীর ৭০ জন যৌনকর্মীদের পরীক্ষায় আওতায় আনা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের কাউন্সিলর সাবরিনা আক্তার, মেডিকেল টেকনোলজিস্ট রাম কৃষ্ণ রায়, ফরিদপুর গণস্বাস্থ্য কেন্দ্রে ম্যানেজার মো. জুলফিকার আলী, মাঠ সংগঠক রাসেল আহমেদ, মেডিকেল টেকনোলজিস্ট চাঁদনী আক্তার প্রমুখ।